হায় বাঙালি হায় তোমায় চেনা বড় দায় !
তোমার চলন বলন সবই এখন সাহেবি কেতায়;
খোলা হাওয়ায় মাতলে কেবল অশ্লীল ভালগারে,
নিজের কালচার ভুলে গিয়ে পশ্চিমি কালচারে।
সাহেব হওয়ার বাসনাতে ভুলেছো বাংলা সাল,
বাংরেজি ভাষায় বিশ্রী করেছো বাংলা ভাষার  হাল।
রবি ঠাকুর অমর্ত্য সেন নজরুল সত্যজিৎ-
শিখেছে বিশ্ব তাঁদের কাছে হয়েছে বিশ্বজিৎ।


আজ তবে কেন ভুলেছো সে সবে যাচ্ছো পরের আন্ডারে?
মধু কবির মতন খুঁজে নাও রতন এই বঙ্গ ভাণ্ডারে।
মাম্মি ড্যাডি আঙ্কল আন্টি হায় হ্যালো সব ছাড়ো,
বাংলা ভাষার মিষ্টতা নিয়ে বাংলার বুকে বাড়ো;
যেদিন তুমি চলনে বলনে শুদ্ধ বাঙালি হবে -
বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।