কতটাই বা সাধ্য তোমার
দুঃসহ এই কষ্ট দেওয়ার?
দুঃসহ তো অসাধ্য নয়-
মন আছে তাই সইয়ে নেওয়ার!


যত দূরেই থাকো তুমি
পৃথিবী তো সেই গোলাকার;
আষ্টে থাকি পৃষ্ঠে থাকি
'থাকা' জানি নানা প্রকার।


ফুল ছিঁড়েছি নষ্ট হতে,
কষ্ট ছেড়ে গন্ধ রাখি;
সবই কি যায় কালের স্রোতে?
থাকে না কি কিছুই বাকি?


উপহাসে তাকায় কোকিল
রমণীহীন জীবনপানে-
বসন্ত যে ক্ষুব্ধ ভারি
জানিয়ে যায় গানে গানে।