কুয়াশাকে জোছনা ভেবেছ তুমি!
এই দেখো চকোর আমি,
অনশনে দিন যায়;
ভুল ভেঙে যদি আসো কখনো
আঙুর এনো না সাথে,
থলি ভোরো জোছনায়।


মরুকে ভেবেছ বেলাভূমি হায়!
এই দেখো চাতক আমি,
বুক ফাটে পিপাসায়,
মেঘ হয়ে যদি আসো কখনো,
শরৎ এনো না সাথে,
ডানা ভোরো বরষায়।


আলেয়াকে ভেবেছ আলোর ফোয়ারা,
এই দেখো পথহারা আমি,
চলেছি ভুল ঠিকানায়,
দিশা নিয়ে যদি আসো কখনো
আঙুল রেখো না ম্যাপে,
তার ছিঁড়ো সীমানায়।