কেউ কি কখনো বেসেছে সত্যি ভালো
আলোমুখ দেখে আঁধারের কথা ভেবে?
ঘরের মেঝেয় পদছাপ মুছে গেলেও
বাতাসের ধুলো অকাট সাক্ষ্য দেবে।


ফেরারি আসামি যত দূরে যাক ভয়ে
সমতল থেকে মরু বা গ্রহান্তরে-
আলো গায়ে মেখে ভিতরে ঢুকেই দেখে
বন্দী রয়েছে মনের বদ্ধ ঘরে।