গাছপালা কেটে ভরাট করেছ তোমার অথৈ লোভ,
বর্ষা বলে কি শোধবোধ নেই? জানাতেই পারি ক্ষোভ!
তাই তো দিচ্ছি দু চার ফোঁটা,
সেই দিন পূরণ করবো কোটা
যেই দিন তুমি ফিরিয়ে দেবে বন-জঙ্গল ঝোপ।