চাইছো জানি কাটতে সাঁতার, পাথর কেন পিঠে?
ঢেউটা দেখো সুর তুলেছে বইছে বাতাস মিঠে
বিকেলটা আজ সোনা-ঝরা আকাশটা নীল পরী
নিজের মতই যাক ভেসে যাক যত্নে গড়া তরী।


একা একা বুনছিলে যা বালির নিচে দিচ্ছ চাপা
লুকিয়ে রেখে যায় কি বলো বহরটা তার মাপা?
জলের শুশুক হাঁফিয়ে উঠে লাফ দিচ্ছে বাতাসে
গাছটা দেখো নয়া পাতায় ভুলছে ঝরা পাতা সে।


পাথরটা তাই পিঠের থেকে ঝটকা দিয়ে ফেলো
ডুব-সাঁতারেই দেখবে মুঠোয় মুক্তো উঠে এলো
উঠুক না ঝড় বুকের ভেতর, উড়ুক যত বালি-
জমাট বরফ ঝর্ণা হলেই বুকটা হবে খালি।