মনটা যেন গাছ,ইচ্ছেগুলো পাতা
একটা একটা ঝরে--
ঝরাপাতা সাঁটছি খাতায়
উঠছে খাতা ভরে।
গাছ যে তবু হয় না নেড়া
আবার গজায় পাতা,
ঘরের তাকে জায়গা কোথা,
রাখবো কোথায় খাতা?
একটা তো নয় বাল্য থেকে
জমছে রাশি রাশি,
জমবে আরো যত দিন না
পারছি যেতে কাশী।
ভাবছি এবার নিজের পাতে
টানবো না আর ঝোল,
কেমন হবে অন্য গাছে
ফোটাই যদি বোল?
ভালই হবে,দেখবো বসে
তাদের মুখে হাসি,
বোলের গন্ধে বার্তা পাবো
'তোমায় ভালবাসি।'