গাইয়ে গেল গান গাইতে দরাজ গলা খুলে-
সুরও গেল রসাতলে কথাও গেল ভুলে।
লজ্জা-শরম নেই তবু তার গাইতে হবেই গান-
তাইরে নাইরে আবোলতাবোল শুধুই গেয়ে যান।
ছুঁড়ে দেওয়া পচা ডিমও মাখছে গায়ে বেশ-
গাওয়া তবু থামছে না তার নেই বুঝি এর শেষ!
আয়োজকও বলছে সাবাশ এই না হলে গায়ক-
ছায়াছবি বানাই যদি করব একেই নায়ক।
শ্রোতারা তাই একে একে পড়ছে দেখি কেটে-
গুটিকয়েক চাটুকারে নিচ্ছে সে গান চেটে।
প্যারোডি গান ভুল সুরে গায়; হায়রে মুক্ত মাঠ-
নদীর জলে দূষণ মেশে খোলাই তবু ঘাট!
আনাড়ি সেই গায়ক দেখি চায় শেখাতে গান-
মূল গায়কে কাণ্ড দেখে অবাক হয়ে যান।