লিখতে যা চাই হয় না সেটাই নিখুঁতভাবে লেখা,
যতই শিখি থাকেই বাকি অনেক কিছু শেখা।
ভাববো যে দিন নই আমি হীন সবই হাতের মুঠোয়,
সেদিন তবে দেখতে হবে মানটা ধুলোয় লুটোয়।
সব পেয়েছির দেশের হদিস কেউ কি দিতে পারে?
ভালোবেসে যে ধন আসে বুকে জড়াই তারে।
আকাশকুসুম পাড়তে গেলে লাগবে বুকে চোট,
অলীক ফুলে ঠোঁট ছোঁয়ালে থেঁতলে যাবে ঠোঁট।
তার চে' ভাল প্রদীপ জ্বালো কাছের বেদীমূলে,
দূর মহলে নজর দিলে চড়তে হবে শূলে।
ডানা ছেঁটেও পোষ মানে না, যাবেই পাখি উড়ে;
যেটা তোমার পাওয়ার কথা আসবে পাতাল ফুঁড়ে।