মাথায় যখন দায়ের বোঝা,
ভাব আসে না 'ভারি'--
তবু তখন লেখালেখি
রাখতে হবে জারি!


হালকা ভাবের ছন্দ ছড়ায়
ভরায় রিক্ত পাতা;
বলবে নাকি নাক সিঁটিয়ে
'এক্কেবারে যা তা?'


ভালবেসেই বোলো তবে,
নইলে পাবে ব্যথা।
ছড়াকারে্র মনটা নরম,
সয় না কড়া কথা।


ছড়া লেখা ছুতো কেবল,
আসল কথা 'পণ'
শতেক কবির আসরটাতে
যোগ দিতে চায় মন।


হরেক রকম জ্ঞানের আলোয়
সাজানো আসর,
জ্ঞানী-গুণী মানুষগুলি
পায় যে সমাদর।


তাই বুঝি সে কাজের ফাঁকে
একটা ছড়া লিখে
দিন পেরোবার আগেই দেখি
দিব্যি সে যায় টিকে।


আসল কথা আলসেমি ভাই,
শর্টকাটে পথ খোঁজা,
'ভারি' ভাবের কাব্য লেখা
নয় তো মোটেই সোজা।


ভাবছো নাকি অলসটা কে?
আরে মশাই, আমি!
তোমার সওয়াল তোমার জবাব
হীরের চেয়েও দামি।
       ---------