রাস্তা না পেয়ে পেয়ে অথর্ব হয় পা...


-----------
এভাবে দিন আসে এভাবেই দিন যায়-
যেন কাঁচের গ্লাস! হাত থেকে ফসকায়।
ছবিটা তোর একই আছে একই রকম হাসি-
এক ক্লিকেই বলে ওঠে তোকেই ভালবাসি।
চোখের তৃপ্তি কানের তৃপ্তি মিথ্যে রোমন্থনে,
হাতের পাখি দূর আকাশে কল্প-পাখি মনে।



চোখ-কান বাদ দাও, লাইনে দাঁড়িয়ে আরও-
তাদের কথা ভাবিস কি তুই এখনো একটিবারও?
ভাগ বাঁটোয়ারায় পৃথিবী টুকরো হয়-
যত বেশি কুড়াবি তত তোর পরাজয়।


সত্যি ফুলের কীট দংশনেও মেলে সুখ -
হাতের জ্বালা মিটিয়ে দিয়েও ভরে ওঠে এই বুক।