তুমি চেয়েছিলে সূর্য ওঠার আগে ;
আমি সূর্যমুখী, কিভাবে দিতাম ঘ্রাণ!
পাহারায় জানি তারারাও রাত জাগে,
দুপুর পেরিয়ে বিকেলে শুকায় প্রাণ।
---
তুমি নিজেকে সাহসী ভাব? তাই হাতে তুলে নাও বোমা বেয়নেট পিস্তল!
আমি মাথা উঁচু রেখে বুক পেতে দিতে পারি, পাবে না সাহসের তল।
যারা যত বেশি ভীরু তারা যত বেশি উদ্ধত,ভেব না জয় পাবেই-
ঈশান কোণে জমা হয় মেঘ, ঝড়ের দাপটে নিশ্চিত ভেঙে যাবেই।
যারা যত বেশি মূর্খ তারা যত বেশি ভালবাসে হিংসা-