ইচ্ছে করে বদলে দিতে
তোমার সকাল সন্ধ্যে,
ইচ্ছে করে কুঞ্জ তোমার
মাতিয়ে দিতে গন্ধে।
তোমার যত ভ্যাপসা দুপুর  
মলয় বাতাস দিয়ে
ভরিয়ে দিতে ইচ্ছে করে
তোমার কাছে গিয়ে।


দুই মলাটে বদ্ধ তোমার
অজানা সব খনি,
ইচ্ছে করে হই লুটেরা,
হই যে মহা ধনী। ্
ইচ্ছেগুলো কুঁড়িই থাকে,
পাপড়ি মেলে কই?
আজও তুমি রয়েই গেলে,
অপঠিত বই!