লোভে লোভে পাপ জমে সকলেই বোঝে,
তবু ওরা নিজেদের মুনাফাই খোঁজে;
কেমিক্যালে তাজা লাগে পচা  পচা মাংস,
সাধারণে বোকা বনে,  টাকা করে ধ্বংস।
মাছেতেও কেমিক্যাল ! বাঙালির পাতে
মিশে যায় বিষ কত! তারই অজ্ঞাতে।
সবজিতে রঙ ঢালে ফলগাছে হর্মোন,
অকালেই মারা যায় অসহায় বর্মণ।


অসুখেও সুখ নেই,  সেখানেও লোভ
বহু জাল ডাক্তার; 'বেড়ে যায় ক্ষোভ'।
জালে জালে জেরবার মানুষের হাল,
চলবে এ কারবার আর কতকাল?
মানুষ কি কখনও মানুষকে মারে!
বিবেককে তারা বুঝি নাহি ধার ধারে।
হারামের টাকা নিয়ে কোথায় পালাবে?
জালিয়াত নির্ঘাত নরকেই যাবে।