অনাহূত অতীতের পরাভূত কাল
সুপ্রকাশ বিভাসের আবেশিত মনে
দীপ জ্বালে সুবাসিত অভাবিত ক্ষণে,
নিভু নিভু উনুনেতে দেয় যেন  জ্বাল!
আহা মরি! কি দারুণ হুতাশন তার!
পুড়ে পুড়ে খাদি সোনা হয় যেন খাঁটি;
তামা হও চাই না তা ক্ষমা কর মাটি,
তুমি বহ আকাশের যত আছে ভার।


অকালের বোধনেতে ছুটে আসে লগ্ন;
ফলভারে দাও প্রভু নত করে শাখা
খুঁজে নিক ঠিক ঠিক পাখিদের পাখা,
থাকি যেন অনিমিখ তোমাতেই মগ্ন।
বিষহর শাখীমূল  দিয়ে গেলে এসে;
নতশিরে এভাবেই যাব ভালবেসে।