তুমি যদি মৃত্যুর কবিতা শোনাও
আমি শোনাবো জীবনের গান,
তোমার ভাষাহীন মৃত মৎস-চোখে
তখনই   জেগে  উঠবে  প্রাণ,
আগুন পোড়াতে পারে ফুল, পাথর
কখনো পোড়াতে পারে না স্বপ্ন
ফুল-পোড়া ধোঁয়ায় চোখ জ্বলে শুধু,
জ্বলে না কখনো হৃদয়-রত্ন,
এ কূল ভেঙে উঠবে গড়ে ও কূল,
তবু বয়ে যাবেই এই নদী,
অদাহ্য শব্দেরা নামাবে বৃষ্টি , ফুল
ভীষণ আগুনে জড়ায় যদি।