খামঢাকা বার্তা নিয়ে আরো এক সকাল এলো
এভাবেই সময় তুমি, আয়ুটা একটু গেলো?
গিলে গিলে লেজটা যখন পুরোটাই যাবে পেটে
লিমিটেড প্যাকেজও শেষ, বাকিরা থাকবে নেটে।
ঘেঁটে ঘুঁটেও মিলবে না আর আপডেটে নতুন ছবি
নতুন কথা লিখবে তখন নবাগত অনেক কবি।
আমি কেবল কাটবো সাঁতার একা একা অন্ধকারে
প্রিয়রা ফিরেই যাবে ঠুকে হাত বন্ধ দ্বারে।
ধীরে ধীরে মুছেই যাবে স্মৃতিমাখা রং-এর খাতা
সাদা হয়ে উড়বে তখন আকাশে রিক্ত পাতা,
যেভাবে সুতোকাটা ঘুড়ি যায় অনেক দূরে
যত টানো সুতো তখন, আসে না সে আর ফিরে।
কে জানে কবে কখন কোথায় আছে ওৎটা পেতে-
ভালোবেসে অকাতরে হাসিমুখে চাই যে যেতে।