মুক্তদানা স্বচ্ছ ভারি-
রোদ্দুরে দেয় কেউ;
কাকটা কেন দৌড়ে এলো?
ডাকলো কুকুর ঘেউ।


'কি ভেবেছিস কালো মনে?
ওগুলো তো সাদা!'
বলল খুকু কাকটাকে, 'তুই
এক্কেবারে হাঁদা!'


'নোংরা ঘাঁটি নোংরা জমাই
যা দেখি এই চোখে
নোংরা ভেবে ঠোকরাতে যাই
গোস্যা করে লোকে।'


কাকের কথা শুনেই খুকুর
ভীষণ পেল হাসি,
'তুই কি তবে টাটকা দেখেও
ভাবিস কেবল বাসি?'


'কি আর করি এই পোড়া চোখ
রত্ন দেখেও ভাবে-
রসদ এল দু'দিন পরে,
এবার খাওয়া যাবে।'


'তোর যা স্বভাব তাই তো দেখিস,
কয়লা কালো মন,
ধুলেও কি আর ময়লা যাবে!
থাকবে সারাক্ষণ।'


'দিনরাত এত নোংরা জমাই
কোথায় তবে রাখি?
কিছুটা খাই কিছু ছড়াই,
নামেই আমি পাখি।'