একটা ছড়া লিখতে চেয়ে
ধরল খুকু  বায়না,
মা বলে শোন্ বলছি তবে
একটু কাছে আয় না।
খুকু বলে ঠোঁট ফুলিয়ে,
কানে শোনো কম!
শুনব না মা লিখব ছড়া
বলছি তো হরদম।
শুনছি তো রোজ, ভাল্লাগে না
একই রকম ছড়া,
লিখব এবার আমিই নিজে
থাকবে কথা কড়া।
মা শুনে কয় কেমন কড়া
থাকবে কথা শুনি,
কেউ না জানুক আমি জানি
খুকু আমার গুণী।
খুকু বলে লিখব আমি,
দেয় নাকো মা ধ্যান-
ঘেরা দোলনায় আমায় ফেলে
মোবাইলে অজ্ঞান।