কবিতায় বাঁচি কবিতায় হাঁটি কবিতায় করি বাস,
হাজার কবিতা দেখেছি পিষে, শান্তির নির্যাস।
প্রেমের কবিতা দ্রোহের কবিতা অথবা জীবনমুখী-
সব কবিতার একটাই চাওয়া মানুষেরা হোক সুখী।
লক্ষ কবিতা লিখেছে কবিরা শান্তি কি দিয়েছে ধরা?
ধর্মের কাহিনী কখনো শোনেনি এই ধরণীর চোরা।
ঘরে ও বাহিরে যুদ্ধ চলেছে ঘটেছে রক্তপাত,
অহিংসা যে আসল ধর্ম ভুলেছে মানুষ জাত।
বন্য পশুরা কবিতা জানে না, হিংস্র হতেই পারে,
মানুষ কখনো হিংস্র ও মানুষ হতে পারে একাধারে?
আকাশে বাতাসে জলে-স্থলে শান্তি করলে বাস,
সার্থক হতো লাগাতার এই লক্ষ কবিতা-চাষ।