বন্ধ মনের দুয়ার খুলে অন্ধ প্রেম এলে-
যুক্তি বুদ্ধি বস্তুজগৎ রাহুর মত গেলে।


---------


দাগ গভীর হলে সময়ের রাবার অকেজো থেকে যায়
উৎসবরাতে ছুঁয়েছিলে যে হাতে এ মন তার ছোঁয়া পায়,
---------


আলসেমি জড়িয়ে থাকে, কিছুটা অনীহা, জানা হয়নি তাই
ইচ্ছা মত পথ চলি, হারিয়ে আবার খুঁজি, এভাবে কতটুকু পাই?
----------------------++-------------------
বদলাচ্ছে পৃথিবী বদলাচ্ছে ঋতুচক্র
বিশ্ব উষ্ণায়ন তোমাকেও বদলে দেবে
আসেনি তা বোধে
যা কিছু জমানো ছিল বাষ্পীভূত প্রায়
একলা ছাদের অতিপ্রাকৃতিক রোদে।


কিভাবে বেঁচে থাকে তৃণ আলোহীন শুষ্ক জমিতে?
ধারার প্রত্যাশায় আর আলোর প্রতীক্ষায়
হয়তো সে টিকে থাকে
হয়তো মৃত্যু সহজে আসে না তাই
সমস্ত শিকড় দিয়ে মাটিকে আঁকড়ে রাখে।