লিমেরিক  
                          ১
দাদার হুকুম যেতে হবে ধর্মতলার মিছিলে
আজকে তুমি ক্যাডার শুধু, ভুলতে হবে কী ছিলে
নই তো বসের ঘরের জামাই
চাকরি যাবে করলে কামাই
শুকনো গলায় আর্জি জানাই কোন মতে ঢোক গিলে।


                          ২
বেশ কিছুদিন বধুর দিকে হয়নি চাওয়া মুখ তুলে
সব ভুলে আজ করবো আলাপ বধুর সাথে মন খুলে
চাঁদ উঠেছে পুব আকাশে
বললে বধু মিষ্টি হেসে
আজ হয়েছে পর্ব শুরু, আজকে ওসব যাও ভুলে।


                          ৩
জামায় ও সব কিসের দাগ? বললে বধু ভীষণ রেগে
শুনলো না সে কোন কথাই, 'চরিত্রহীন' দিল দেগে
অফিস থেকে ক্লান্ত ফিরে
আদর ছেড়ে এসব কীরে!
উপোস থেকে চললো শুধুই বাকযুদ্ধ রাত জেগে।