----------------------------------------
*  *  প্রেমের দেখা নাই (লিমেরিক)  *  *
----------------------------------------
সবাই দেখি করছে প্রেম, খাচ্ছে চুমু যুগলে
বুকটা হু হু, মন বসে না অঙ্ক কিম্বা ভূগোলে
দেখিয়ে দেখিয়ে করছে প্রেম
বলছে,'জানিস দারুণ এ গেম'
"প্রেম-যমুনায় দেবই ঝাঁপ যা থাকে থাক কপালে।"


একটু বড় ঝিলিকটাকে দেখতে লাগে বেশ
চলন-বলন শিল্পা শেঠি, ভ্রমর-কালো কেশ
বললে,"আমার নেই কোন ভাই
তোকেই আমি ভাই ভাবি তাই
মায়ের কাছে সেই দাবিটাই করেছি কাল পেশ।"


একটু ছোট ঝুমা বোধ হয় আমায় ভালবাসে
নইলে কেন আমায় দেখে অমন করে হাসে?
বললে," তুমি খুবই সুজন
খুশি হব করো যদি বোন
আপদ-বিপদে পাই যেন গো তোমায় আমি পাশে।"


সমবয়সী পিঙ্কিকে করলাম সেদিন প্রপোজ
আমার গল্প করতো সে খুব, নিয়েছিলাম খোঁজ
বললে, "তোকে বন্ধু মানি
খুব ভাল তুই সেটাও জানি
টিফিন-বেলায় তোর পয়সায় খাবার খাবো রোজ।"


*(golpokobita.com এ প্রথম পুরস্কার বিজয়ী কবিতা)