অনিন্দ্যসুন্দরের ঐ প্রতিরূপখানি
হৃদয়ে তুলেছে মোর সুর আবাহনী;
দূর যেন দূর নয় হৃদয়ের কাছে
আকাশের রোদ হয়ে আঁখি ছুঁয়ে আছে।
এদেখা ভক্তের কাছে প্রতিমাদর্শন
অথবা শুদ্ধ হৃদয়ে প্রেমের বর্ষণ।
যতক্ষণ থাক তুমি আমার সম্মুখে
বিগত বিষাদ যত বদলায় সুখে।
না জানি কোথায় ছিলে এতদিন তুমি!
খরায় বিক্ষত ছিল এ হৃদয়ভূমি।
তোমাকেই চেয়ে শুধু কেটে গেছে কাল-
না পেয়ে ভিড়েছে তরী ঘাটে ভুলভাল;
আজ তাই ভুলে যাই যত ছিল ভুল
মুগ্ধ এ দুটি চোখে দেখি বনফুল!
ঝড় এলে যেয়োনাগো পাতার আড়ালে,
হাতে হাত রেখো তুমি এ হাত বাড়ালে ।