মেঘের মতন ভেসে আছি পথ বলে দেয় হাওয়া!
যাওয়ার ইচ্ছে যেমনই থাক, ব্যর্থ সে সব চাওয়া।
দোষ কি তবে হাওয়ার কেবল? যায় না সেটা বলা।
আসল কথা অভ্যাসটাই জড়িয়ে আছে গলা।


তবুও মানি বেশ তো আছি; আকাশ-আলো মাখি,
সকাল বিকেল গান গেয়ে যায় হরেক রকম পাখি।
কিন্তু যখন ঝরতে দেখি কাছের দূরের মেঘ,
বুকের ভেতর অজানা ঝড় বাড়ায় ভীষণ বেগ।


চেনা পাখি,চেনা আলোর  সময় বুঝে আসা-
অভ্যাস কি শুধুই ফিকে? সেও তো ভালবাসা।
বাষ্প তবু জমছে ধীরে, পদ্মপাতা আকাশ-
বদলে যাবে চেনা বাসা, মাটির সাথে বাস।