তোমার প্রেমের পাড়ায় বেড়াতে গিয়ে জেনেছি
সেখানে ব্যথার ফুল ফুটে থাকে আকাশের ডালে।
ভ্রমণ-পুস্তিকায় তার খুঁটিনাটি জেনে রাখা ভালো বলে
প্রত্যেক ভ্রমণের আগে জেগেছি অজস্র রাত;
তবুও গন্ধ মেলেনি তার, মিলেছে নামটুকু রঙিন অক্ষরে।


হে আশ্চর্য ফুল,এমনই অপরিহার্য তুমি
ভ্রমণলেখকের কাছে?
'নামগন্ধ নেই' বলতে পারেনা পাঠক,
যেহেতু নামটুকু লেখা আছে।