আজ দেখি যখন সস্তা এ মিলন, বক্ষে বেদনা জাগে
এ কী কাল হায় তনু পেয়ে যায় মনটা চেনারও আগে!
কী যে আছে মধু,সেই জানে শুধু সবুর রয়েছে যাহার
ওপারে কীআছে পেরিয়ে যে জেনেছে দুস্তর পারাবার।


আজ মনে হয় পার দেখা যায় আর  নেই বেশী দূর
এ লগন তাই বীণা যে বাজায় সুর তোলে সুমধুর
ছাদের ও পারে কে যেন যে কারে করে বুঝি চুম্বন
শব্দটা শুনে আমরা দুজনে নয়নে মিলাই নয়ন,
আঙুল-পরশে হৃদয় হরষে সুর ভাঁজে গাইবে বলে
ওগো প্রিয়তমা করে দিও ক্ষমা এ গান বেসুরো হলে।


ভুলি নি সে রাত ধরে মোর হাত নিয়ে গেলি দিদির ঘরে
হলো পরিচয় দিদি হেসে কয়,"আরও কথা হবে পরে
খেয়ে নাও এবার যেও বার বার আমার শ্বশুর বাড়ি
যাবে যেদিন পরবো সেদিন তোমার দেওয়া শাড়ি।"
ডেকে নিলি আমায় চোখের ইশারায় ভুরি-ভোজনের পরে
লজ্জা লুকোতে মাথা নত করে নিয়ে গেলি এক ঘরে।
"ওরে ও প্রিয়া কাঁদে মোর হিয়া মুখখানি তুমি তোলো
তোমার ও আনন স্বর্গের কানন, লাজটুকু আজ ভোলো
আকাশের শশী হোক ঊর্বশী তোমার কাছে সে ফিকে
তোমাতেই আমার নয়ন জুড়ায়,দেখি না চাঁদের দিকে
মলয় অনিল দরজার খিল ভেদ করে ঢোকে বুকে
সব কিছু স'হে রাঙা হবো দোঁহে ডুববো অজানা সুখে।"
                                          (চলবে)