হাঙর পরিতৃপ্ত হলে পৃথিবী থেমে যায়।
হে অনন্ত পলিমাটি আমাকে আশ্রয় দাও,
অভিকর্ষ শূন্য হলেও আঁকড়ে রেখো বুকে;
আর সব চরাচর পরীক্ষিত অপচয়, কে আর
আহারিত সরীসৃপ হতে চায় বলো! আমিও
সারস হতে চাইনা আর, শুধু একটি বার
উদ্ভিন্ন বৃক্ষের মত টেনে নাও তোমার
চিরসবুজ বুকে, প্রলয়ের আগে যা কিছু অনাচার
সমাধিস্থ করে রেখে যাবো অতল গহ্বরে, জানি
অজস্র পতিত তারাদের ভারে ভারাক্রান্ত তুমি,
তবু এ সামান্য ভার! হে বিরল পলিমাটি,
পাবে কি শরণ তোমার ন্যুনতম কুলায়ে?