বন্ধু যদি এমন হত, ধরবে কেবল হাত-
হেঁটে হেঁটেই দিন ফুরাবে, ফুরিয়ে যাবে রাত।
অথচ তার থোড়াই কেয়ার, উল্টা বোঝা স্বভাব-
মুখে কেবল টালবাহানা, মনে ফোটার অভাব।
ফুটতে হলে আলোর দিকে ফেরাতে হয় মুখ-
বুঝলো না সে কোনদিনও পাঁপড়ি মেলার সুখ।


গোমড়ামুখো মেঘলা আকাশ পছন্দ কি তার?
তাই বুঝি সে সূর্য ঢেকে রাখছে চারিধার।
ভাবছে বুঝি পুড়তে হবে দারুন দাবদাহে-
ভাবছে না সে করব শীতল স্নিগ্ধ অবগাহে।
দিন ফুরালে আসবে যে রাত ফুরিয়ে যাবে আলো-
থাকতে সময় হাতটা ধরো বাসই যদি ভালো।