ভিনদেশী এক অচিনকন্যে
স্বপ্নে আসে রোজ
রবি আমি দুজন মিলে
দিনে চালাই খোঁজ।


কোথায় গেল পাই না খুঁজে
হায়রে কি যে করি
তারই জন্যে বাঁচি এখন
তারই জন্যে মরি।


কাজের ডালি ফেলে রেখে
ডাকি আকাশ ফেঁড়ে
সাড়া শব্দ দেয় না যে হায়
হৃদয় নিয়ে কেড়ে!


মন নিয়ে কি এমন করে
খেলে নাকি কেউ?
চোখের কোণে জল চিকচিক
বুকের ভেতর ঢেউ।


পাষাণ হৃদয় কাকে বলে
হয়নি আগে শেখা
সেই যে আমার প্রাণভোমরা-
বুঝেও দেয় না দেখা।


রাতে যখন ঘুম আসে না
কোথায় থাকে মেয়ে?
অপেক্ষাতে থাকে বুঝি
স্বপ্নেরই পথ চেয়ে।


এলোমেলো ভাবনা শেষে
ঘুমটা যখন আসে
শিথান ঘেঁষে দাঁড়িয়ে কেবল
চাঁদের মত হাসে।


সকাল হলেই যায় পালিয়ে
এমনই তার ছল
'কোথায় গেলে পাব তোকে
বল নিঠুরা বল?'


ঘুমের দেশেই থাকে কি সে!
আসতে হেথায় মানা?
কেমন করে পাবো তাকে
সেই কথা নেই জানা।


ভাবছি এবার কুম্ভ হব
ভাঙবে না আর ঘুম
স্বপ্নে কেবল দেখব তাকে
সবকিছু নিঝঝুম।
-----------------------------
ছড়া লেখার শখ হল, লিখলাম একখানা, এই আর কি। সবই কল্পনা।