অনেক সময় এমনও হয়,
অসুস্থ মানুষ বোঝে না তার চিকিৎসা দরকার কি না
বিশেষত যারা মানসিকভাবে অসুস্থ,
যারা তার শুভানুধ্যায়ী তারাই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়,
তার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে।
আবার এমনও হয়, কিছুতেই তাকে নিয়ে যাওয়া যায় না,
সে মানতেই চায় না যে সে অসুস্থ!
কে তাকে বোঝাবে এটা স্বার্থসিদ্ধির জায়গা নয়, এখানে কেউ
ফেরি করতে আসেনি তার পণ্য, তাই সস্তায় বাজিমাত করে
বিপণনের অভিসন্ধি নেই কারো, এখানে এসেছে তারাই
যারা চায় অন্ধকারে পড়ে থাকা তার সৃষ্টিরাশি আলোয়
মেলে ধরতে, সমাজের তাতে কতটুকু উপকার হলো
সে বিচার করবে সময়, কিন্তু একটা অবদান রাখার
যে তাগিদ সে অন্তরে পোষণ করে,অস্বীকার করা যায় না সেটিও
আবার এমনও হয়
কেউ হয় তো চাইছে তার চোখে পড়া একটা পচা ডোবার কথা
সবাইকে জানাতে, যাতে পথিকেরা তার জল পান করে
অসুস্থ না হয়ে পড়ে, তখন তো তাকে 'দুর্গন্ধ' কথাটি লিখতেই হবে?
অথচ কারো কারো কথাটি অশ্লীল মনে হয়! মনে হয়
পর্ণগ্রাফি!
যুগে যুগে অসুস্থ মানুষের অভাব হয় নি কোন দিন।