অনলাইনে অর্ডার দিলেই হাজার রকম মাল
বাড়ি বসেই যায় যে পাওয়া এমনই এই কাল।
মালা রায়ও এমনিভাবে কিনতো অনেক কিছু
সাজা গোজার জিনিস থেকে রসে ভরা লিচু।
এমনি ভাবেই মিটিয়ে নিতো হরেক রকম শখ
এমন সময় মনের দ্বারে প্রেম করে ঠক ঠক,
ভাবল মালা মনের জ্বালা কেমন করে মেটায়
তাকে দেখে অনেকেরই চোখ যদিও টাটায়,
কিন্তু মালার মন বসেনা হাতের কাছের মালে
মাল তোলা যে হ্যাবিট মালার অনলাইনের জালে
রূপের বাহার এমনই তার হার মানবে মেমও
অনলাইনে সবই মেলে মিলবে ঠিকই প্রেমও
এই কথাটা মাথায় রেখে করল শুরু খোঁজ
রিকোয়েস্টের তালিকাতে চোখটি বোলায় রোজ,
এমনিভাবে মিলেও গেল হিরো হিরো মুখ
ভাবলো মালা একে পেলেই মিলবে বুঝি সুখ।
ভরাট গলার প্রেমালাপন মধু ঢালে কানে
ছলা কলার এমন জাদু পুরুষেরাও জানে?
বছরখানেক পরে তাদের প্রেম জমে যেই ক্ষীর
দেখা এবার করতে হবেই করলো সে স্থির
গয়নাগাটি সঙ্গে নিয়ে রওনা দিল মালা
রাধা যেন অভিসারে! ডাক দিয়েছে কালা।
কদম তলায় কোথায় কালা? বিশাল ভুঁড়ির প্রৌঢ়-
মালার ভেতর আর এক মালা বলল এবার দৌড়ো...