----------------------------
*  * পাখি আর মানুষ *  *
-----------------------------
শুক-সারিরা গাইতে পারে রোজ
একই সুরে একই রকম গান,
খিদে পেলেই দানা-পানির ভোজ
একই বাসা দুই পাখিরই প্রাণ।


ঘরানা জেনেও বায়না তবু
দুদিন শোনার পরে
একঘেয়ে গান শুনবো না আর,
ডিম্যান্ড জলসা-ঘরে।


পাখিরা বেড়ায় আকাশ পথে
মাটিতে বেড়ায় মানুষ
রঙিন বেলুন আকাশে ওড়ে
মাটিতে ফটাস ফানুস।


দিন-দুপুরে  ঘামের টাকা  ছাই
রাত-পার্টিতে নাচের শেষে রুটি,
সেঁকার গুণে ঝলসে যাওয়া চাই
নইলে তোমার  এক্কেবারে ছুটি।