মনে পড়ে তোমার সেই নরম মাটি-
প্রতিমা গড়ছিলে পরম মমতায়,
আমি তাকিয়ে ছিলাম তোমার নিবিষ্ট নিষ্পাপ
মুখের দিকে; খড়কুটো চেয়েছিলে কি?
না কি আমিই স্বতঃপ্রণোদিত তুলে দিতে
চেয়েছি তোমার হাতে? হাতে হাত ঠেকেছিল,
যেন ঠেকেছিল মেঘের সাথে মেঘ! তোমার
আমার দু'জনের আকাশ একাকার-
এখন সেখানে কেবল বিদ্যুতের ঝলকানি..