আমি ফুলের দেখা পাই নি বলে কাঁটাকেই ভালবেসেছি
পাতালপুরীর নেই ঠিকানা তাই মাটির বুকেই এসেছি
আমি ফুলের দেখা পাই নি বলে কাঁটাকেই ভালবেসেছি।


ফুলের সুবাস নেই প্রয়োজন
কাঁটার ছোঁয়ায় ভরে এ মন
দুঃখ আমার সঙ্গি বলেই তারই কাছে এসেছি
সাগর দূরের দেশে বলে নদীর জলেই ভেসেছি
আমি ফুলের দেখা পাই নি বলে কাঁটাকেই ভালবেসেছি
পাতালপুরীর নেই ঠিকানা তাই মাটির বুকেই এসেছি।


পাতালপুরীর রাজকন্যে
থাক সে রাজার ছেলের জন্যে
আমার আছে পুতুলকন্যে,তারই কাছে এসেছি
সুখের পরশ পাই নি বলে ব্যথার মাঝেই হেসেছি
আমি ফুলের দেখা পাই নি বলে কাঁটাকেই ভালবেসেছি
পাতালপুরীর নেই ঠিকানা তাই মাটির বুকেই এসেছি।