আহামরি নয় স্বাদটা তেমন
তবু নিষিদ্ধ ফলে ঝোঁক,
'মহাত্মারা থাক মুখ ফিরিয়ে,
আমরা নগন্য লোক'।


শরীর তোমার,স্বাধীনতা তোমার,
শকুনেরও পড়েনি আকাল,
স্বেচ্ছাচারিতা চির-আঁধারের সাথী
ঘৃণায় সরে যায় সকাল।


ভাবটা এমন যেন কঠোর সাধনা
শিশুরাও হাসবে শুনে,
দোষ যা তা চিরকালই দোষ,
জায়গা পাবে না 'গুণে'।


পৃথিবী ঘোরে বিশ্বাসের টানে
তবু খুনিরা সংখ্যাগুরু,
পার্শ্বপ্রভাবে 'শেষ' টা কি ভেবেছো?
চেটেপুটে খাচ্ছো তো 'শুরু',


যতই দেখো না হাতখানি শুঁকে
পাবে না ঘি-এর গন্ধ
কালো অধ্যায় ইতিহাসে থেকে যায়
যদিও মলাট বন্ধ,


মাকাল-দক্ষতায় সাধুতা-মুখোশ,
গভীরে কামনার বাস,
সম্পর্ক মরে যায় মন্থর বিষে
বেঁচে থাকে দীর্ঘশ্বাস।