দেওয়ালের ওপারে তোমার বাড়ানো হাত
ধরা যেত যদি
সরে যেত এই নির্জলা মেঘ,অন্যখাতেই
বয়ে যেত নদী,
বেসুরো জীবনের জলসাঘর হয়তো বা
ভরে যেত সুরে
এ কার খেয়ালে ছুটে আসা দখিনা বাতাস
সরে যায় দূরে?
জমেছে দুপাশে দূষিত পলি, ফোটে না ফুল
শুধু কাঁটাঝোপ,
প্রজাপতি উড়ে যায় দূর থেকে দূরে,এখানে
কীটের প্রকোপ,
রাতে তবু চাঁদ ওঠে আজো, পৃথিবীর নদী
ফুলে ওঠে টানে,
এ নদী তবু বয়ে যায় শুধু , ওঠে না ঢেউ,
চাঁদ কি তা জানে?
তুঘলকী বিচারে অসহায় জীব, এ নয়
জীবনের ভুল,
আপন খেয়ালে গর্বিত হাতির পদতলে
পিষ্ট দুটি ফুল...