ঘন্টা বাজছিল মন্দিরে, মসজিদে ভোরের আজান।
মাঝরাতের বৃষ্টির ফোঁটা হলদেটে ঘাসে
জোছনার শেষ আদরটুকু গায়ে মেখে উবে যাওয়ার
প্রতীক্ষায় মুহূর্ত গোণে কখন সূর্য আসে,
পাখিদের মুখে রাতের যত জমে থাকা অনর্গল কথা,
বাতাসের রূপধারী পৃথিবীর আদর গায়ে
মেখে নিতে নিতে রাজপথে উঠেছি যখন, তখনও
মোরামের লালাভ ধূলো লেগে ছিল পায়ে,
অনায়াস পদক্ষেপে প্রকৃতির কোল ছেড়ে যান্ত্রব
রমণীর আলিঙ্গনে দিয়েছি ধরা হাসিমুখে,
যুগ যুগ ধরে সাধনা করেছি,সিদ্ধি পেয়েছি আজ
শান্তি গিয়েছে নির্বাসনে,হয়তো রয়েছি সুখে।