শুনেছি অন্ধকারেই ঘটে যায় যত অপরাধ,
মানুষ কি কখনো অন্ধকার ভালবাসে?
অথচ কে না জানে, অপরাধীরাও মানুষ,
মানুষ তো আজ আসেনি এই পৃথিবীতে?


সেই সুদূরের কোন্ প্রাগৈতিহাসিক যুগে
ফুলে-ফলে আর পাখির কলতানে পরিপূর্ণ পৃথিবী
হয়তো বা অর্থবহ হতে চেয়েছিল মানুষকে ডেকে,
দিন যায়,রাত নামে,অন্ধকার গিলে নেয় চোখ,


'আলো দাও আলো দাও চিৎকারে মুখরিত
তখন পৃথিবীর আকাশ-বাতাস বন-জঙ্গল,
উদার পৃথিবী জ্বেলে দিল আলো দাবানলে,
সেই থেকে মানুষ আজো আলোর পিয়াসী,


কিছু পেতে হলে কিছু দিতে হয়,বুঝে গেল মানুষ
শুরু হলো যুগান্তকারী বিনিময়-প্রথা,
আজ ভুলেছি বহু কিছু,ভুলিনি বিনিময়,
খেয়ে গেলে কেউ, যেতে হয় তার কাছে,
অখাদ্য হোক, অথবা হোক চুরি করা,
তৃপ্তির ঢেকুর তুলে বলতেই হয়, সাধু সাধু ...