অন্তর থেকে তাকে কাছে পেতে চাই যত ,
কি জানি কেন কার নির্দেশে ওঠে ঝড়
মেঘের মতো দূরে সরে যায় তত,
শিখেছি শীতল রাখার কৌশল,
তবুও  হয় নি বুঝি তা রপ্ত,
তুফান তো ওঠে তখনই
যখন বায়ু হয় তপ্ত,
ফুল ডাকে 'আয় অলি'
অলি দেখে কাঁটাকে,
অন্তরের মধু
থাকে আড়ালে,
দেখা পায়
কে তাকে?
বলো
কে?
--------------------
বন্ধু হাসান ইমতির অনুরোধে "অবরোহী"র এই প্রয়াস