কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও  কিছু কিছু অবাঞ্ছিত ঘটনা হয় তো ঘটেছে এই ওয়েব সাইটেও। তা সত্ত্বেও কবিযশঃপ্রার্থী বাংলাভাষী মানুষের কবিতা চর্চার ক্ষেত্রে বাংলা কবিতা ডট কমের অবদান অনস্বীকার্য। ইন্টারনেট ঘাঁটলে আরো কিছু কবিতার ওয়েব সাইট হয়তো মিলতে পারে, কিন্তু এই সাইটের সাথে সেগুলোর তুলনাই চলে না। এমন সুসংবদ্ধ পরিচালনা, আন্তরিকতা ও কবি-সমাগম আর কোথাও পাওয়া যায় না। সেটা তো এমনি এমনি হয় নি। সেজন্য এডমিনের অবদানের কথা তো প্রথমেই স্বীকার করা উচিত। পাশাপাশি এখানকার সি্ংহভাগ কবির আন্তরিকতার কথাও স্বীকার করতে হবে।


         পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাব্যরসিক মানুষেরা একই ছাতার নিচে সমবেত হয়ে পারস্পরিক ভাবের আদান-প্রদান যেমন ঘটাতে পারছে তেমনি কবিতা লেখার উৎসাহ যাঁরা হারিয়ে ফেলেছিলেন এক সময়, তাঁরাও নবোদ্যমে কাব্যচর্চা শুরু করে দিতে পারছেন।


         যুগের প্রবণতা লক্ষ্য করলে বেশ বোঝা যায়, প্রিন্টেড কাব্যগ্রন্থের তুলনায় একদিন এ ধরণের সাইটগুলিই মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। তখন হয়তো দেখা যাবে বাংলা কবিতা ডট কমের বেশ কয়েক জন কবিও জনপ্রিয় হয়ে ওঠার পাশাপাশি খ্যাতিও অর্জন করছেন।সেদিন এই বাংলা কবিতা ডট কম অবশ্যই ইতিহাসে জায়গা পেয়ে যাবে, এ আমার দৃঢ় বিশাস।