অবিরত ধারা মিলন-তাড়নায়
ভেসে যায় ক্লেদাক্ত খড়কুটো,
বুকে বুকে ঘর্ষণে ঘটুক বজ্রপাত
তবুও ধেয়ে যায় মেঘদুটো,
যদিও ঈশানে ঝড়ের সংকেত
তবুও বিদায় নিয়েছে ভয়,
পরাজয় যত মেঘের আড়ালে,
চাতকের নাগালে বিজয়।
ফেলে আসা পথে অভিমান যত
একে একে হয়েছিল জমা,
ভেজা বনফুল পাঠায় গন্ধ-বার্তা,
'করে দিয়ো সবকিছু ক্ষমা'।
হৃদয়ের অবিরত বাদলধারা,
আকাশের সাথে তার পাল্লা,
কাঙ্খিত ঘাটে আজ ভেড়াবেই তরী
শপথ নিয়েছে মাঝিমাল্লা,
জুঁইবনে সেই হারানো ফুলখানি
পাঠিয়েছে তার গন্ধদূত,
'প্রতীক্ষায় আছে সঞ্চিত মধু,
পারানীর ঘাটে তরী প্রস্তুত।'
প্রবল ঢেউ আছড়ে পড়েছে বুকে
ছাপিয়ে গিয়েছে দুই কূল,
ক্ষমা-সুন্দর চোখে চেয়ো মুখপানে
ঘাট চিনতে হয় যদি ভুল।
           -----------
"বরষার আয়োজন"