সযত্নে ঢেকে রাখা কৃত্রিম আচ্ছাদন
ছায়া চায়, চায়  শর্তহীন  শীতলতা,
ঢোড়ামি লুকোতে মিছে আস্ফালন
মিথ্যের বেসাতিতে অসার কথকতা,
অবাধ আত্মপ্রচারে নির্বাসিত লজ্জা,
ভুলে যায় শালীনতা রীতি-রেওয়াজ,
দীর্ঘস্থায়ী হয় কি কভু কৃত্রিম সজ্জা?
ওই শোনো নির্ভীক শিশুর আওয়াজ।


জলাতঙ্কের মতো আলো-আতঙ্কে ভোগে
অন্ধকার গর্তে করে যায়  ফোঁস  ফোঁস
ওঝারা  বুঝে যায়  কী  ওষুধ এ রোগে,
তবু  দেখি ধরে যায়  ওঝাদের  দোষ,
ভুলে যায় আজো ওঠে আকাশের সূর্য--
তারই তেজে থেমে যাবে নিষ্ফলা তূর্য।