বিজলি আলো হঠাৎ
চলে গেল রাত্রে
ঘেমে গিয়ে শরবৎ
ঢালে হীরু পাত্রে,
বউ ভাবে মদ ঢালে
মওকাটা বুঝে
খুব রেগে ছুটে গিয়ে
ঝাঁটা আনে খুঁজে,
বাজখাঁই গলা তার
চমকায় পিলে
"থাকতে দেবো না ঘরে
পচা মদ গিলে,
ভেবেছো কি বুঝবো না?
বিড়ালের চোখ
পেয়েছি বংশ-গুনে
বলে সব লোক।"
হীরু বলে ভয়ে ভয়ে
"পান তবে থাক,
পাওনি যে বংশ-দোষে
কুকুরের নাক।"