এক বনে এক শিয়াল ছিল
ডাকতো 'হুক্কা হুয়া',
'আমিই এখন বনের রাজা'
তুললো সে এই ধুয়া,
বললে, 'যদি আমায় মানো
মিলবে অনেক ইনাম'
ইনাম-লোভে অনেক প্রাণী
ঠুকলো এসে সেলাম,
সিংহ তখন গুহায় ছিল,
ঘুম দিয়েছে দেখা,
সময়টা তার আরাম করার
জানতো শিয়াল একা,
সেই সুযোগে শিয়াল ভায়া
বনতো বনের রাজা,
মনের কথা চেপে রেখেই
মানতো অনেক প্রজা,
চলছিল বেশ এমন করেই
মিটছিল তার আশা,
হঠাৎ সেদিন পড়লো যে বাজ
উল্টে গেল পাশা,
বাজের শব্দে চমকে উঠেই
সিংহ দেখে চেয়ে,
'জয় শিয়াল' এই শব্দটাতে
বনটা গেছে ছেয়ে,
ভীষণ রেগে সিংহ তখন
গর্জন করে ওঠে
শিয়াল ভায়া লেজটা তুলে
বাঁশবাগানে ছোটে,
তখন থেকেই ঘুমের সময়
সিংহ রাখে গোপন,
বাঁশবনেতেই শিয়াল রাজা
সেখানেই দিনযাপন।