এ কেমন শখ,ওহে ডানা মেলা পাখি?
সারাক্ষণ বৃষ্টি  আর  কাদা মাখামাখি,
দুর্বিষহ  লাগে  বুঝি  খটখটে  মাটি?
'আগুনে পুড়েই তবে সোনা হয় খাঁটি'
মানো না,তাই অপেক্ষা সয় না বৃষ্টির
বুঝতে  শেখোনি  রহস্য  এই সৃষ্টির,
ঐ চাঁদও  অপেক্ষায়  রাখে পক্ষকাল,
এ গানের সুরে তাই মিলে যায় তাল।


সবুরের  জোছনায়  জাগে  শিহরণ,
স্বর্গীয়  আনন্দে  ধন্য  হয় দেহমন
ভাসতে চাও স্রোতে মাঝির হাত ঠেলে?
জেনো,অকাল সমাধি হবেই সলিলে,
শুষ্ক মাটি  সো্ঁদা গন্ধ বিলায়  বৃষ্টিতে,
বিমুগ্ধ  দেহমন মেতে ওঠে  সৃষ্টিতে।