তোমরা হলে দেশের নেতা
বুলি কপচে বাগাও গদি,
মিলতো কি ঐ ক্ষমতাখানি
আম জনতা বুঝতো যদি?
রাঘব বোয়াল ফুলেই চলে
চুনোপুটি যায় শুকিয়ে,
দু কান কাটা সামনে লোটে
লাজুকরা খায় লুকিয়ে।
কোটি মানুষ ঝরাচ্ছে ঘাম,
তবু অর্ধাহারে দিন কাটে,
গুটি কয়ের বাড়ছে পুঁজি,
নেতারা তাদের পাও চাটে,
তাদের অর্থে ভোট-প্রচার,
তাদের স্বার্থে বানাও বিধি,
ভাবলে না তো কাদের ভোটে
ঐ বিধির হও প্রতিনিধি।
আট নম্বরে এ দেশ না কি
বহুকোটিপতির সংখ্যায়,
জাগবে যেদিন কপি সেনা
লাগবে আগুন লঙ্কায়।
-------
কলকাতা--৭০০১২৫
১২/০৮/২০১৪