আর বোলো না আর বোলো না
তোমরা আমায় বুড়ো,
আবার যদি বলো তোমরা,
করবো মাথা গুঁড়ো,
এই তো সবে দিলাম মোটে
পঞ্চাশের ঘরে পা,
সবুজ সবুজ মনটা তো বেশ
প্রেমও তো দেয় ঘা,
কুঁচকে গেছে চামড়া কিছু
মাথাতেও পক্ককেশ,
কলপ করে দাঁড়াই যখন
আরশি তো বলে 'বেশ'।
ঘরের মুর্গা ডাল বরাবর,
তাই গিন্নী দেয় না দাম,
যদিও ডন বৈঠক মেরে
আজও যে ঝরাই ঘাম।
পঞ্চাশ ছুঁয়েও শাহরুখ যদি
হয় তরুণীর হার্টথ্রব,
আমি তবে পড়লে প্রেমে
কেন এই কলরব?