মাটিতে কান পেতে শুনি বাতাসের হাহাকার
'রক্তস্রোতে ভেসে আসা স্বাধীনতা তুমি কার?'
পাঁচতারা হোটেলে সারারাত ধরে চলে মস্তি
তারই গা ঘেঁষে ভুখা শিশুর কান্নায় ভরা বস্তি।


দেশপ্রেম আজ ফাঁকা বুলিতে স্বার্থের লক্ষ্যভেদ
'স্বাধীনতা' শুনে গর্ব কোথায়?জমে ওঠে শুধু খেদ।
বদল এসেছে শাসকে কেবল,শাসনে বদল কোথা?
শাণিত হয়েছে দুর্নীতিবোধ, সুমতি হয়েছে ভোঁতা।


এই তো সেদিন বিনা আহারে মারা গেল এক ছেলে,
সইতো কি এই দেশজননী সত্যিই শিকলমুক্ত হলে?
হায় স্বাধীনতা,তুমি আজ শুধু উৎসব আর আশ্বাসবাণী
সাতষট্টিটি বছর হল পার,ফুরিয়ে এলো চোখের পানি।
-------------
কলকাতা- ৭০০১২৫
১৫/০৮/২০১৪,
সকাল ৮টা