পাঠকের হাতে তিন পয়েন্ট
বিচারক মণ্ডলীর হাতে সাত
মিলিত স্কোরে জয়ী ঘোষিত
কেটে গেল  প্রতীক্ষার  রাত।


মনের কাছে জানতে চাইলাম,
কতটা তৃপ্তি পেয়েছো প্রথম হয়ে?
বললো,স্বীকৃতি  চায় সকলেই,
প্রাণিত হয়েছি খুব এই জয়ে?


নিজেকে আমরা ভালবাসি খুব,
যে কোন কাজের পিছনেই থাকে
বাহবা পাওয়ার আকুল বাসনা,
দুটিই যে আছে - মন ও রসনা।


সব কাজেরই বিচার হয় জানি,
বোদ্ধা পাঠকই আসল  বিচারক,
বুঝি না কিছুই নিজ কবিতার মান,
কবিতায়  জুটেছে প্রথম  স্থান।
---------------------
আসলে এটি ঠিক কবিতা নয়। বলা যেতে পারে নিজের ঢাক নিজে পেটানো।যেটা সচরাচর আমি করি না, বরং বলা যেতে পারে, অপছন্দ করি। কিন্তু তাৎক্ষণিক খুশিটা এমন পর্যায়ে পৌঁছে গেল যে খানিকটা স্বভাববিরুদ্ধভাবেই এটা লিখে ফেললাম।
বাংলা ভাষার অন্যতম সেরা অন লাইন ব্লগ "গল্প-কবিতা ডট কম"-এ জুলাই মাসের থিম ছিল রম্যরচনা। আজই ফলাফল ঘোষিত হল।আমার কবিতা"প্রেমের দেখা নাই" প্রথম স্থান পেয়েছে।সেই খুশিটা সবার সাথে একটু ভাগ করে নিলাম আর কি, হে হে......
কবিতাটির লিঙ্কঃ
http://golpokobita.com/golpokobita/article/9517/8397